মোঘল স্বাদের ইফতারের জমজমাট আয়োজন বসেছে পুরান ঢাকার বেচারাম দেউড়ির জমিদার বাড়িতে। আথিতিয়েওতার জন্য একটা সময় সারা ভারতবর্ষ জুড়ে খুব সুনাম ছিল এই জমিদার বাড়ির। আর রমজান মাস আসলে যেন সেই আথিতিয়েওতার মাত্রা বেড়ে যেত আরও কয়েকগুণ। আশপাশের সবার জন্য এই জমিদার বাড়ির পক্ষ থেকে প্রতিদিনের ইফতারও নাকি বরাদ্ধ থাকতো। আর তাই তো বেচারাম দেউড়ির এই জমিদার বাড়িটা স্থানীয়দের কাছে সাহেব বাড়ি নামেও পরিচিত। আর সেই ধারাবাহিতায় Lunch At Emran's Heritage Home এর মাধ্যমে আপনিও পেতে পারেন তাদের প্রায় তিনশো বছর পুরোনো মুঘল ইফতারের স্বাদ। কেবল খাওয়াই নয় সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারবেন তাদের তিনশো বছর পুরানো ইতিহাস আর ঐতিহ্যের অনেক কিছু। আর তাছাড়া আপনারা আমার এই ভিডিও দেখেও যেনে নিতে পারেন জমিদার বাড়ির ইফতারের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের বানানো ইফতারের স্বাদ কেমন ছিল তার সবকিছু।
Emran's Heritage
Phone-01936002807, +8801711646462
8/1, Noor Baksh Road, Becharam Deury, Old Dhaka
google map link- https://goo.gl/maps/D9ciwmKBtxZobi816
More Video
https://youtu.be/mHsF5eRW-fc
https://youtu.be/JSLOc9uETRk
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter