MENU

Fun & Interesting

৮-১০টি বাচ্চা বাঁচানোর সহজ কৌশল।

Video Not Working? Fix It Now

৮-১০টি বাচ্চা বাঁচানোর সহজ কৌশল। আমাদের অনেকের বাজিগার পাখি আট থেকে দশটি বাচ্চা দেয়। কিন্তু সমস্যা হলো আমরা সবগুলো বাচ্চা বাঁচাতে পারি না। তাই আপনাদের অনেকেরই প্রশ্ন- ১/হাঁড়ির ভিতরে বাচ্চা মারা যায় কেন? ২/সবগুলো বাচ্চা কীভাবে বাঁচাবো? ৩/কোন কাজগুলো করলে বেশি বেশি বাচ্চা পাওয়া যাবে ৪/বাজিগার পাখির বাচ্চা ফুটলে কিভাবে যত্ন নেব ৫/বালিকার পাখি বাচ্চা ফুটলে কি কি খাবার দেব ৬/বাজিগার পাখির বাচ্চার যত্ন ৭/বাজরিগার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার উপায় ৮/বাজিগার পাখি ব্রিডিং করানোর নিয়ম ৯/বাজিগার পাখি ৮ থেকে ১০ টি ডিম দেয় কিন্তু একটি দুইটি বাচ্চা ফোটে কেন ১০/কিভাবে বাজিগার পাখি পালন করে বেশি বেশি লাভবান হওয়া যায় ১১/বাজিগার পাখির হাড়িতে কী দিতে হবে ১২/বাজরিগার পাখির হাড়ি পরিষ্কার করার নিয়ম আরো অনেক প্রশ্ন আপনারা করে থাকেন, আপনাদের এই প্রশ্নগুলোর সকল উত্তর আজকে আমি দেবো। এই ভিডিওটি ফলো করে আপনারা বেশি বেশি ডিম বাচ্চা পেতে পারবেন এবং একই সাথে কিভাবে বাজিগার পাখির সবগুলো বাচ্চা বাঁচাবেন সেই কৌশলও জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনারা যারা বাজিগার পাখি পালন করতে চান তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। #budgerigar #budgies #lovebirds #বাজরিগারপাখিপালন

Comment