আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। আপনি যা শিখেছেন তা অল্প হলেও অন্যের কাছে পৌঁছে দিন। একটি আয়াত, একটি হাদিস, একটি মাসআলা, একটি বিধান এবং একটি সতর্কবার্তা হলেও পৌঁছে দিন। ইসলামের সাহায্যের অন্যতম মাধ্যম হলো অন্যের কাছে হাদিসের বাণী পৌঁছে দেয়া। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায় l