কি কারণে খালিদকে বরখাস্ত করেছিলেন খলিফা উমর (রা)?
............................................
খলিফা উমর রাঃ কেন সেনাবাহিনী থেকে খালিদ বিন ওয়ালিদ (রা)-কে বহিষ্কার করেছিলেন? মুসলিম ইতিহাসে এটি অত্যন্ত আলোচিত, এবং একই সাথে খুব চাঞ্চল্যকর একটি ঘটনা। আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক, তারাও বিভিন্ন সময় কমেন্ট করে এই প্রশ্নটাকে সামনে এনেছেন।
বাস্তবেই এটা একটা বিলিয়ন ডলারের প্রশ্ন। কারণ খালিদ বিন ওয়ালিদ রাঃ কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন তৎকালীন মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তার দুর্বার নেতৃত্বে মুসলিমরা পারস্য ও রোম সাম্রাজ্যকে পরাজিত করেছিল। আল্লাহর নবী নিজে তাঁর উপাধী দিয়েছিলেন ‘আল্লাহর তলোয়ার’। সেই আল্লাহর তলোয়ারকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা চাট্টেখানি কথা নয়। আর উমর রাঃ সেই কাজটিই করেছিলেন।
খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই উমর রাঃ সেনাপ্রধানের পদ থেকে খালিদকে অব্যাহতি দেন। এর চার বছর পর তাকে সেনাবাহিনী থেকে একেবারে বহিষ্কার করে দেন। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ যুদ্ধে অংশ নেবেন, সেই সুযোগও রাখা হয় নি। কারণটা কী? খলিফা উমর কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন?
এ ব্যাপারে বহুজনের মনে রয়েছে বহু ধরনের জল্পনা কল্পনা। কেউ বলেন, ব্যক্তিগতভাবে উমর রাঃ খালিদকে পছন্দ করতেন না। ছোটকাল থেকেই তাদের মধ্যে বৈরী সম্পর্ক ছিল। এমনকি উমরবিদ্বেষী অনেকে এমনটাও দাবি করেন, খালিদের বীরত্বে উমর রাঃ হিংসা করতেন।
কিন্তু আসলেই কি তাই? যে উমর রাঃ নিজের মহানুভবতার জন্য মুসলিম বিশ্বে তো বটেই, অমুসলিমদের কাছেও প্রশংসিত, সেই উমর ব্যক্তিগত আক্রোশে খালিদকে বহিষ্কার করবেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? ছিল ভিন্ন কোনো হাকিকত?
ইতিহাসের গ্রন্থগুলোতে প্রাপ্ত বিভিন্ন তথ্যের আলোকে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আমি মোখলেছুর রহমান সুমন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইসলামিক ভিডিও বাংলা।