আজকের এই ভিডিওতে দেখবেন কীভাবে এই বাজারে আসবেন।
কীভাবে মাছ কিনবেন এবং পাশাপাশি এই বাজার থেকে মাছ কিনে নিয়ে দূর দূরান্তে নিয়ে যাবেন।
কী কী বিষয় খেয়াল রাখলে মাছ কিনে ঠকবেন না।
জেলেদের কাছ থেকে ডাঙায় দাঁড়িয়ে মাছ কিনবনে নাকি নিলামে অংশ নিয়ে কিনবেন এসবের খুটিনাটি সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে।
পাশাপাশি উপভোগ করবেন গ্রামীন জীবনের সমস্ত অনুসঙ্গ।এর পাশাপাশি থাকবে একটি গ্রামীন হাট কীভাবে জমে উঠে , কীভাবে পসরা নিয়ে লোকজন হাটে আসে।