হযরত খানজাহান আলী (রহঃ) ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক, সূফি এবং আউলিয়া। তিনি বাংলাদেশের বাগের হাট জেলার স্থানীয় শাসক। হযরত খানজাহান আলী রহঃ ছিলেন আরবী, ফারসি শাস্ত্রের একজন মুসলিম সাধু এবং ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক। তাছাড়া তিনি আধ্যাত্মিক গভির জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তিত্ব। হযরত খানজাহান আলীর প্রাথমিক ও পারিবারিক শিক্ষা তার পিতার কাছ থেকেই গ্রহন করেন। এবং তিনি ধর্মিয় শিক্ষানেন দিল্লির বিখ্যাত ওলিয়ে কামেল ‘শাহ নেয়ামত উল্লাহ (রহঃ)’ এর নিকট হতে। তাছাড়া তিনি কোরান, হাদিস, ফিকহ শাস্ত্রের জ্ঞানার্জনও করেন তিনার নিকট হতে।
#khanJahanAli #waligonerjibon #jiboni #biochobi #islamichistory #islamic