আসালামু আলাইকুম ওয়া রাহমাতুলাহি ওয়াবারাকাতুহু
প্রান প্রিয় তরিকতের ভাই ও বোনেরা জারা তরিকত জ্ঞান অর্জন করতে আগ্রহি তারাই কেবল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, তরিকতের বাইরে জারা তারা এইসমস্ত গভীর গজতের কথা বুঝবেনা।
তাই দূরে দূরে থাকাই ভালো। আমার দয়ালের অমর বাণী :~ আত্মা শুদ্ধ করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজ।
প্রত্যেক নিঃশ্বাসে খেয়াল কলবের ভিতর ডুবাইয়া রাখো নচেত হালাক হইবার ভয় আছে।
আসুন তরিকত জ্ঞান অর্জন করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য আগ্রহী হই।
আমাদের চ্যানেলে সকল তরিকতের ভাই-বোনদের স্বাগতম।
আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা একটি কথা দুঃখের সাথে বলি আমার আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
#চন্দ্রপাড়া
#চন্দ্রপাড়া পাক দরবার শরীফ ফরিদপুর
#চন্দ্রপুরী হুজুরের কেরামত