উন্নত জাতের সুবিশাল ছাগলের খামার নাটোর জেলায় | উন্নত ছাগলের দর-দাম জানুন ছাগলের খামার থেকে |
আজকের এই ভিডিওটি ধারন করা হয়েছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের ফেরদৌস ভাই এর ছাগলের খামার থেকে। ফেরদৌস ভাই মূলত একজন প্রকৃত খামারী। ফেরদৌস ভাই তার খামারে উন্নত জাতের তোতাপুরি ছাগল, বিটল ছাগল, হরিয়ানা ছাগল, শিরহি ছাগল, যমুনাপারী ছাগল, বারবারি, বয়ার জাতের ছাগল লালন পালন করে বাচ্চা উৎপাদন করে এবং ক্রস জাতের ছাগল কালেকশন করে সেগুলোকে তাদের খামারের হাই কোয়ালিটি পাঠা দিয়ে প্রজনন করিয়ে সুস্থ সবল করে প্রতিবেদনের মাধ্যমে তুলে দিচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তিক খামারীর এবং খামারীদের হাতে।
ফেরদৌস ভাই এর ঠিকানা - নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রাম।
মোবাইল নাম্বার - 01786-891660(imo)
_________________________________________________
আপনার খামারের সফলতার গল্প আমাদের মাধ্যমে প্রচার করতে যোগাযোগ করুন 👉
Shohag Rd পরিচালক Krishi News24
Youtube Channel👉@KrishiNews24
Facebook page👉https://www.facebook.com/profile.php?id=100075904106205&mibextid=ZbWKwL