রাত ২টায় সিলেট থেকে ৪ জনকে কিড-ন্যাপ; মসজিদে মাইকিং হচ্ছে, রাস্তায় নামলেন জনতা | Sylhet
রাত ২ টায় মেজরটিলা থেকে ৪ জনকে কিড-ন্যাপ;
মসজিদে মাইকিং হচ্ছে; বাসা থেকে রাস্তায় নামলেন জনতা
মেজরটিলায় ৪ জনকে কিড-ন্যাপ; এখন র্যা.ব
এসেছে জাহানপুরে ;
অবশেষে জাহানপুরে র্যা.বের গাড়ি থকে ৪ জনকে
উ'দ্ধা'র করলো জনতা!
জাহানপুরে আজ জায়গা দখল কে কেন্দ্র করে
এই ঘটনার সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
এই মুহূর্তে রাত ২ টায় মেজরটিলা জাহানপুর এলাকায় ব-ন্দু-ক নিয়ে কে বা কার ঢুকে পড়েছে। মসজিদে মাইকিং হচ্ছে গু-লি করে পালাচ্ছে দুষ্কৃ'তি'কা'রী'রা বিস্তারিত কমেন্টে
ঘটনার স্থলে বাসা থেকে রাস্তায় নামলেন জনতা জানা গেল মেজরটিলা থেকে ৪ জনকে কিড-ন্যাপ;আসল ঘটনা কি!
ঘটনার স্থলে উপস্থিত পুলিশ প্রশাসন ওবিএনপি'রনেতারা।
সূত্র :আধুনিক টিভি