গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলাটি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি নামে পরিচিত। বাংলাদেশ চ্যাম্পিয়ন তারকা তুহিন এবং টাইগারের টিমের খেলা দেখতে দুর্দান্ত থেকে ভিড় জমাই হাজারো দর্শক, খেলাটিতে দুই দলের প্লেয়ারদের মাঝে ছিল লড়াকু মনোভাব, ফাইনাল খেলাটি সুন্দরভাবে জমে উঠেছিল।