ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির পদ ব্যবহার করেই অঢেল সম্পদের বিত্ত বৈভবের মালিক হয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসা থেকেই প্রতিদিন আয় করতেন ৪০ লাখ টাকা। এছাড়া, অঘোষিতভাবে নিয়ন্ত্রণ করতেন সব টেন্ডার। কোটি টাকা নিয়ে জুয়া খেলতে যেতেন সিঙ্গাপুরে।
#IndependentTelevision #Shamrat #ShamratLive