প্রায় এক বছর পর ইউটিউবে ফিরলাম। কোথায় ছিলাম, কেন আমি এতো দিন ভিডিও করি নাই। ভিডিও আর করব কিনা?
প্রায় এক বছর পর ইউটিউবে ফিরলাম। কোথায় ছিলাম, কেন আমি ভিডিও করা নাই। ভিডিও আর করব কিনা?
সম্মানীয় দর্শক আমি দীর্ঘ প্রায় এক বছর ভিডিও করি না ভিডিও মূলত না করার দুইটা কারণ রয়েছ।
১) আমি একটি স্কুল প্রতিষ্ঠানে চাকরি নিয়েছি ।
তাই আমি খুব কম সময় পাই।
২) স্কুল প্রতিষ্ঠানে ছুটির পর যেটুকু সময় পাই কাছে ক্যামেরা ম্যান পাইনা। ক্যামেরা ম্যানের সমস্যা।
কৃষির কথা ইউটিউব চ্যানেলটি পরিচালনায়
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামে।
মোঃ মাসুদ রানা 01830300339
দশক তাই দীর্ঘদিন ধরে পরিকল্পনায় ছিল একটি ক্যামেরা নোয়ার। একটি ব্লগিং ক্যামেরা নেওয়ার। অনেক আশা-আকাঙ্ক্ষার পর অবশেষে আমি ক্যামেরাটি কিনেছি। যে ক্যামেরাটি দিয়ে করা ভিডিও এখন আপনিরা দেখছেন। জানি ভিডিও করাটা আসলে ভালো হয়নি বা সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হয়নি। কারন ক্যামেরাটি নতুন নিয়েছি এটার সেটআপ সম্বন্ধে জানতে কিছুটা সময় লাগবে। সেই সময়টা আপনার অবশ্যই আমাকে দিবেন। আর এখন থেকে আমি এভাবেই প্রতিনিয়ত ভিডিও করব আমি একা একা। আর এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে। তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের দেখার সুবিধার্থে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো বেশি কিছু বলার নাই যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভালো থাকবেন আর যারা নতুন আমার ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।