ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম
বিশ্ব ইসলামের শ্রেষ্ঠত্বের এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার উপর প্রতিষ্ঠিত দরবার-এ রেছালাতে মোজাদ্দেদীয়া ,চরদিয়া পাক দরবার শরীফ, কল্যাণপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ । বিশ্ব ইসলামের শান্তি কায়েম এবং বিশ্ব নবী (সা:) এর মনোনীত একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ বিশ্বের সকল প্রান্তে পৌছানোর লক্ষে স্থির আমাদের চরদিয়া পাক দরবার শরীফ। তাই যে সব সংগঠন গুলি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শের উপর প্রতিষ্ঠিত তাদের প্রতি আমার হুজুর কেবলা জানের ঐক্যের আহবান। আহলে সুন্নাত ওয়াল জামায়াত কে সর্ব দিক দিয়ে শক্তিশালী করতে আমাদের দরবার শরীফ প্রস্তুত। অতয়েব, আসুন আমরা এক হই ইমাম হোসাইন এর পক্ষে, রুখে দাড়াই বাতেলের বিরুদ্ধে।
দরবার-এ রেছালাতে মোজাদ্দেদীয়া
চরদিয়া পাক দরবার শরীফ, কল্যাণপুর, দৌলতপুর, কুষ্টিয়া , বাংলাদেশ