যেভাবে ভারতের দখলে থাকা ‘‘তালপট্টি দ্বীপ’’ দখল মুক্ত করলো বাংলাদেশ নৌ-বাহিনী । Talpatti Island
দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ এর সাইক্লোনে বঙ্গোপসাগরে তালপট্টি দ্বীপ জেগে উঠে । প্রায় ৪ দশক পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে এই দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ চলছিলো । এমনকি দুই বন্ধুপ্রতিম দেশ , তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে যুদ্ধের মুুখোমুখি ও চলে গিয়েছিলো । অব
#deshbidash bd
#দেশ_বিদেশ_বিডি