MENU

Fun & Interesting

এমন সময় কলেজ থেকে বের হয়ে আসলো দুই রমণী।হিয়া এবং জুই। জুই হিয়ার বেস্ট ফ্রেন্ড হলেও আপন বোনের চেয়ে কম

Video Not Working? Fix It Now

#দুই বান্ধবীর এক বয়ফ্রেন্ড। #সম্পূর্ণ গল্প। জুথী। আজকের আবহাওয়া অনেক গরম। তীব্র রোদ। মনে হচ্ছে সূর্য মামা মাথার উপরেই বসে আছে। এমন সময় কলেজ থেকে বের হয়ে আসলো দুই রমণী। হিয়া এবং জুই। জুই হিয়ার বেস্ট ফ্রেন্ড হলেও আপন বোনের চেয়ে কম নয়। দুইজন হাটতে হাটতেই ডাক আসলো পেছন থেকে। একটা পুরুষালি কন্ঠ।কিরে আমাকে রেখেই চলে যাচ্ছিস??? বললো, শাওন।না রে তোকে রেখে কিভাবে যাবো? তোকে রেখে গেলে তুই আমাদের আস্ত রাখতিস। হিয়ার কথা শুনে হাসলো জুই। তখনই জুই বলে উঠলো,, ওয়াও!!! তখনই হিয়া এবং শাওন জুইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ভ্রু কুচকে তাকালো সামনের দিকে। একটা যুবক। ফর্সা, লম্বা, চুলগুলো কিছুটা কপালে পড়েছে। পড়নে ব্ল্যাক শার্ট এবং ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, চশমাটা বুক পকেটে রেখেছে। গরমের মধ্যেও যুবকটির চেহারার স্নিগ্ধতা বুঝা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে। সকলে তার দিকে তাকিয়ে রয়েছে। যুবকটি তাদের দিকে আসতে লাগলো। এসেই বললো, এই পিচ্চি তোমরা কি সেকেন্ড ইয়ারে? ছেলেটার কথা শুনে ভ্রু কুচকে তাকালো হিয়া। বললো,,এক্সকিউজ মি আমাকে দেখে কি আপনার পিচ্চি মনে হচ্ছে? আমি মোটেও পিচ্চি না।

Comment