MENU

Fun & Interesting

হাড্ডিসার গরু মোটাতাজাকরন পাউডার ও রুচি বাড়ানোর উপায় || Ways to increase the appetite of cow

Krishi Plus কৃষি প্লাস 4,540 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

হাড্ডিসার গরু মোটাতাজাকরন পাউডার ও রুচি বাড়ানোর উপায় || Ways to increase the appetite of cow
গরুর মুখের রুচি বাড়ানোর উপায় ও ষাড়ের অতিরিক্ত সেক্স কমানোর উপায় ১• জিরার গুঁড়া ২০গ্রাম। ২• সাদা তিল বাঁটা ১০গ্রাম। ৩• ধনিয়ার গুঁড়া ১০গ্রাম

রুচি বাড়ানোর জন্যেঃ

জাইমোভেট, জাইমোজেন,ইকোজাইম,ডিজিটোন,জে-রু মেন,এপিটাজাইম,এপিভেট,রুমেনাল,সটমাভেট পাউডার ৩০০ কেজির ওজন পযন্ত এক প্যাকেট।

জাইমোভেট পাওডার (ZYMOVET)


জাইমোভেট পাওডার (ZYMOVET) একটি এপিটাইজার যা গবাদিপশুর রুচির পাওডার নামেও পরিচিত। গবাদিপশুর সাধারণ পেট ফাঁপা, বদহজম জনিত কারনে খাদ্য গ্রহনে অনিহা দেখা দিলে সেকোন এপিটাইজার তথা জাইমোভেট পাওডার খাওয়ালে গরু ছাগলের পেটের সমস্যা ভালো হয় ও রুচি ফিরে আসে।

জাইমোভেট ঔষধ পরিচিতি

জাইমোভেট ঔষধ পরিচিতি

ঔষধের নামজাইমোভেট পাওডার (ZYMOVET)মুল উপাদান ও পরিমানএমোনিয়াম বাইকার্বোনেট বিপি- ৫ গ্রাম
সোডিয়াম বাইকার্বোনেট বিপি- ১৩ গ্রাম
নাক্সভোমিকা বিপি- ১৪ গ্রাম
জিনজার পাউডার বিপি- ৩০০ মিলিগ্রাম
জেনসিয়ান পাওডার বিপি- ৩০০ মিলিগ্রামকোম্পাণির নামদি একমি ল্যাবরেটরিস লি:প্যাক সাইজ২০ গ্রাম স্যাচেট, ১০ টি স্যাচেটের একটি প্যাকেট।কাজ বা ব্যবহার নির্দেশনাগরু, মহিষ, ঘোড়া, ছাগল এবং ভেড়ার বদহজম, ক্ষুধা মন্দা, গ্যাস্ট্রাইটিস ইত্যাদির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।ডোজ বা প্রয়োগ মাত্রাগরু, মহিষ ও ঘোড়া- ১০০ কেজি ওজনের জন্য ১-২ টি স্যাচেট
বাছুর, ছাগল ও ভেড়া- ১৫-২৫ কেজি ওজনের জন্য একটি স্যাচেটের চার ভাগের এক ভাগ থেকে অর্ধেক পর্যন্ত।
১-২ লিটার পানির সাথে মিশিয়ে ৩-৫ দিন।দাম (খুচরা মূল্য)১২ টাকা প্রতি স্যাচেট।

জাইমোভেট পাওডার এর কাজ

কোন কারনে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি রুমিন্যান্ট প্রাণির হজম ক্ষমতা কমে গেলে।

গরুর পেটে গ্যাস জনিত কারণ।

গবাদিপশুর পেটের পিএইচ এর মান বৃদ্ধি করে।

খাওয়ানোর নিয়ম

এই ধরনের ঔষধ একটু দূর্গন্ধ যুক্ত হয়। অনেক সময় খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করলে দেখা যায় গরু বা ছাগল খাদ্য ও ঔষধ সবই নষ্ট করে খাই না।


বগরুর কৃমি তিন প্রকারঃ

= গোল কৃমি

= ফিতা কৃমি

=কলিজা কৃমি

কৃমি গরুর পাকস্থলি,খাদ্যনালি,ফুসফুস এবং শরীরের আরও অনেক জায়গায় বাস করে দেহের পুষ্টি,রক্ত শোষণ করে বেঁচে থাকে এবং ডিম পাড়ে। এ ডিম গরুর গোবরের মাধ্যমে বাহির হয়ে আসে এবং ডিম দ্বারা ঘাস,খাদ্যর মাধ্যমে অন্য গরুতে সংক্রামিত হয়। গরু মোটাতাজাকরণের জন্য দূর্বল, স্বাস্থহীন গরু কিনতে হয়। গরুর স্বাস্থহানির প্রধান কারণ হলো পুষ্টিহীনতা ও কৃমি।তাই ভালো খাবারের সাথে সাথে গরুকে কৃমি মুক্ত

করা প্রথম কাজ।

বকৃমিতে আকান্ত গরুর লক্ষণঃ

=গরুর স্বাস্থহানী

=শরীর দূর্বল হয়ে পরে =খাবারে অনীহা

=শরীরের ওজন কমে যাওয়া

=রুক্ষ লোম বা পশম

=পাতলা পায়খানা

=বা কখনও কষা পায়খানা

বিভিন্ন ধরণের কৃমির মধ্যে কলিজা ও ফুসফুসের কৃমি ভয়ংকর।

ফুসফুস কৃমিতে আক্রান্ত গরুর লক্ষণঃ
=গরু ঘন ঘন কাশে
=শ্বাস দ্রুত করে
=শ্বাস গ্রহণে কষ্ট হওয়া =শ্বাসে ঘড়ঘড় শব্দ করে

একলিজা কৃমিতে আকান্ত গরুর লক্ষণ

=খাদ্য গ্রহণে অনীহা =দূর্বল হয়ে যাওয়া

=স্বাস্থহীন হয়ে পড়া

=অতি পাতলা পায়খানা

=কখনো কষা পায়খানা দেখা দেয় =রুক্ষ, খসখসে পশম দেখা যায়

=শরীরের বিভিন্ন অংশে,পেটের নিচে,বুকে বিশেষ করে থুতনির নিচে পানি হলে বুঝতে হবে গরুটি কলিজা কৃমিতে আক্রান্ত হয়েছে।

1.Invet,Vermic, Acimec 1%, A-Mectin,l-v er,Clomectin যেকোন একটা ইনজেকশন ৫০ কেজি ওয়েটের জন্যে ১ সিসি চামড়ার নিচে।

চার দিন পরেঃ

1.Renadex, Levex,Antiworm, Trilev, Triben, Lezol, Endex যেকোন একটি ট্যাবলেট ৭৫ কেজি পর্যন্ত

একটি করে।।

To increase the tasteঃ

One packet of Zymovate, Zymogen, Ecozyme, Digitone, J-Ru Men, Epitazime, Epivet, Rumenal, Sotmavet powder up to 300 kg weight.

Symptoms of ectopic cow in Eklija worms

= Reluctance to eat = weakening

= Falling ill

= Very thin toilet

= Sometimes tan tan occurs = rough, rough fur is seen

If there is water in different parts of the body, under the abdomen, in the chest, especially under the chin, then it should be understood that the cow is infected with liver worms.

1. Invet, Vermic, Acimec 1%, A-Mectin, l-v er, Clomectin any one injection for 50 kg weight 1 cc subcutaneously.

Four days later

1.Renadex, Levex, Antiworm, Trilev, Triben, Lezol, Endex Any one tablet up to 75 kg

One by one


Beef flavor powder,

Beef Taste Tablet Name, Beef Taste Injection,

Cow tastes,

Medicines to increase the appetite of cattle, ways to increase the appetite of cattle,

Ways to increase cow's appetite, Cow's mouth-watering medicine, Appetite-increasing tablets, Ways to increase cow's digestive power, Cow's vitamin medicine, Cow's digestion medicine, Cow fattening, Ways to increase appetite,




#গরুর_রুচি_বাড়ানোর_উপায়
#গরুর_রুচির_পাউডার
#গরুর_রুচির_ঔষধ

Comment