MENU

Fun & Interesting

৬০ মন শিং মাছ চাষ - মাত্র ১০ শতাংশ পুকুরে | শিং মাছ চাষ পদ্ধতি | Catfish farming | Safollo Kotha

সাফল্য কথা 356,145 9 months ago
Video Not Working? Fix It Now

দর্শক বন্ধুরা , আজকের পর্বে আমরা কথা বলেছি, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার একাধিক মাছ চাষি ভাইদের সাথে। যারা ক্যাটফিশ জাতীয় মাছ যেমন , শিং,মাগুড়, পাবদা, গুলশা, এবং টেংরা মাছ চাষে অধিক লাভবান হচ্ছে। আমরা আজকে যে উদ্যোক্তার গল্প আপনাদের জানাবো তিনি হলেন অবঃ প্রধান শিক্ষক মো: লুৎফর র‌হমান, যিনি বিগত ১১ বছর থেকে শিং মাছ চাষ বেশ সফলতার সাথে চাষ করে যাচ্ছে, আজকে আমরা আপনাদেরকে শিং মাছ চাষের A to Z তথ্য জানানোর চেষ্টা করবো , চলুন শুরু করা যাক। Safollo Kotha Ep699 catfish farming in bangladesh অবঃ প্রধান শিক্ষক মো: লুৎফর র‌হমান গৌরীপুর, ময়মনসিংহ। 01711780800 সুফল সোনা পেতে যোগাযোগ করুণঃ- ০১৭৪৬৬১৩০১৫/০১৬৭৬৩৯১৮৫৩ সাফল্য কথা - একটি কৃষি প্রতিবেদন মূলক ভিডিও প্রোগ্রাম। দেশের কৃষি উদ্যোক্তাদের সফলতার গল্প এবং কৃষি বিষয়ক পরামর্শ এখানে তুলে ধরা হয়। কৃষি প্রিয় দর্শক বন্ধুদের ভালোবাসা আমাদের চলার পথের প্রেরণা। ভিডিও প্রোগ্রাম করাতে - সাফল্য কথা চ্যানেলে ভিডিও প্রোগ্রাম করাতে ফোন করুন - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা) সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর। উদ্যোক্তার মোবাইল নাম্বার - উদ্যোক্তার নাম ও কি বিষয়ের উপর ভিডিও তা জানিয়ে আমাদের সাফল্য কথা ফেসবুক পেইজে https://www.facebook.com/safolloagro ইনবক্স করুন। আমাদের অফিস থেকে আপনাকে খামারির নাম এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেয়া হবে।

Comment