MENU

Fun & Interesting

সরাসরি গরুকে ইউরিয়া খাওয়ান | গরু মোটাতাজাকরণ এ ইউরিয়ার ব্যবহার | কৃষি অনুশীলন পর্ব: ৭৪

Video Not Working? Fix It Now

আসসালামু আলাইকুম, আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে প্রাণি মোটাতাজাকরণের জন্য সরাসরি ইউরিয়া খাওয়ার পদ্ধতি। গরুর দৈনিক খাবার:https://youtu.be/lDqzzY_i0IQ গরু পালনের সঠিক নিয়ম: https://youtu.be/it4bY9_qYM4 **১০টি গরুর ঘর তৈরি:https://youtu.be/RBajPcLcapg **গরু মোটাতাজাকরণ :https://youtu.be/cxtBlWN2PMg **গরুর রোগ কেন হয়:https://youtu.be/oiLg7695VRU **পেট ফাপা রোগ:https://youtu.be/VE2d91N_1sg **ক্ষুরা রোগ:https://youtu.be/O3oNK7oM7mk গরু মোটাতাজাকরণ এ ইউরিয়ার মোলাসেস তৈরি ভিডিও লিংক:https://youtu.be/enKNGvKfaYk ইউ.এম.এম. ইউরিয়া প্রক্রিয়াজাত খড় ও মোলাসেস স্টক ইত্যাদি যে কোন একটি খাওয়ানো গরু মোটাতাজাকরণের জন্য অত্যাবশ্যক। তবে সরাসরি ইউরিয়া খাওয়ালেও প্রাণিকে মোটাতাজাকরণে সুফল পাওয়া যায়। এই জন্য প্রাণিকে প্রথম ১৫ দিন ১ চা চামচ বা ৫ গ্রাম ইউরিয়া ২০০ মিলি গ্রাম চিটাগুড়ের সংগে মিশিয়ে তা ১.৫-২ লিটার পানির সংগে মিশিয়ে টুকরা টুকরা করে কাটা খড়ের সংগে মিশিয়ে খাওয়ানো যায়। ১৫ দিন পর শুধু ইউরিয়ার পরিমাণ ৫ গ্রাম বৃদ্ধি করে মোট ১০ গ্রাম বা ২ চা চামচ একই পরিমাণ চিটাগুড়ের সংগে পরিমাণ মত কাটা খড়ের/ঘাসের সংগে মিশিয়ে এবং পরবর্তী ১৫ দিন পরও আরও ৫ গ্রাম বৃদ্ধি করে অর্থাৎ ১৫ গ্রাম বা ৩ চা চামচ একই নিয়মে খাওয়ানো যায়। পরবর্তী ১৫ দিন পরও আর ৫ গ্রাম মোট ২০ গ্রাম বা ৪ চা চামচ ইউরিয়া খাওয়াতে হবে। প্রতিদিন ২০ গ্রাম বা ৪ চা চামচের বেশি ইউরিয়া খাওয়ানো যাবে না। এইভাবে সরাসরি ইউরিয়া খাওয়ানোর ৩-৪ মাসের মধ্যে প্রাণির শরীরের মাংস বেড়ে যাবে। সাবধানতা ১। কোনক্রমেই ২০ গ্রাম/৪ চা চামচ এর বেশি ইউরিয়া প্রাণিকে দেওয়া যাবে না। ২। ছয় মাসের নিচের প্রাণিকে খাওয়ানো যাবে না। ৩। অবশ্য চিটাগুড় ২০০-২৫০ মিলি গ্রাম ছাড়া ব্যবহার করা যাবে না। ৪। শুকনা খড়ের সংগে খাওয়াতে হবে। ৫। প্রথম বার বা হঠাৎ করে ২০ গ্রাম ইউরিয়া খাওয়ানো যাবে না। কারণ, এতে প্রাণির বদহজম হতে পারে এমনকি বিষ ক্রিয়ায় প্রাণি মারা যেতে পারে। তাই ৫ গ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে বৃদ্ধি করে সর্বোচ্চ ২০ গ্রাম খাওয়ানো যায়।

Comment