পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজী মহারাজ ধারাবাহিক ভাবে মাসে একদিন ভাগবত্ কথা পাঠ ও আলোচনা করবেন। আমাদের এই কথামৃত ভবনের চ্যানেললের মধ্যে।।আপনাদের পরিচিতের মধ্যে এই লিঙ্ক টি শেয়ার করুন।যাতে আরো অনেকে এই ভগবত্ কথা শোনার সুযোগ পায়। মহারাজের এই সহযোগীতায় আমরা ধন্য হই।
পূজনীয় মহারাজ কৃপা করে এই সুযোগ করে দিচ্ছেন সুদুর আমেরিকা থেকে।আপনারা ঘরে থেকে দেখতে পাবেন। আপনারা নিজ নিজ ঘরে থেকে এই সুযোগ পাচ্ছেন এর জন্য ঠাকুরের কাছে ও পূজনীয় মহারাজের কাছে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই।