ইচ্ছা শক্তি থাকলে কোয়েল পাখি পালন থেকে আয় করা সম্ভব জানালেন ৮ম শ্রেণীর ছাত্র রাজ | Koyel Pakhi Palon
ছোট উদ্যোক্তা কোয়েল পাখির খামারি মোঃ রফিকুল ইসলাম (রাজ) পেশায় একজন ৮ম শ্রেণির ছাত্র হয়ে অনেক ছোট বয়সে খামারি হয়েছেন। বর্তমানে এই খামারে বেশ কিছু জাপানি কোয়েল পাখি রয়েছে ছোট বড় এবং ১ দিনের বাচ্ছা ব্রুডিং করা সহ। ডিমের পরিমান এই খামার থেকে অনেক বেশি হয় বলে জানান এবং ইনকিউবেটরে বাচ্ছা ফুটিয়ে বিক্রি করছেন প্রতিনিয়ত। খুবই কম বয়সে কোয়েল পাখির খামারি হওয়া সম্পর্কে আমাদের জানান তিনি ইচ্ছা শক্তি থাকতে হবে তাহলে আয় করা সম্ভব। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে।
কোয়েল পাখির খামারির ঠিকানা
নামঃ- মোঃ রফিকুল ইসলাম (রাজ)
গ্রামঃ- কাশিপুর
থানাঃ- ফরিদপুর
জেলাঃ- পাবনা
মোবাইল নাম্বার- 01768681914
কৃষি বিষয়ক সকল ও পরামর্ষের জন্য আমাদের কৃষি তথ্য - Agricultural Information চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
|| LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE ||
আপনার আশেপাশে বা আপনার ব্যর্থতা ও সফলতার কোনো গল্প থাকলে কমেন্টে বা ফোন করে আমাদের জানান আমরা পৌঁছে যাবো আপনার কাছে।
-----------------------------
ইউটিউব চ্যানেল নাম্বার -- 01912963159 (মোঃ সুমন হোসেন)
-----------------------------