এই চরে জমি কেনা ছাড়া বসবাস,চাষাবাদ করতে পারবে যে কেউ | রাসেল'স ভাইপার আতঙ্কে চর বাসী Russell's Viper | Snake in Bangladesh Padmar char | char vaggokul
▷ LET’S BECOME FRIENDS!
Follow Me on Facebook Page: https://www.facebook.com/Lifeinmotionpage360
বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময়ই ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি।
এখন একই জমিতে বছরে একাধিক ফসল ফলানোর কারণে এই সাপের সংখ্যা বাড়ছে। কারণ বছর জুড়ে ক্ষেতে ফসল থাকায় ইঁদুরের সংখ্যা বাড়ছে।
'আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে।
ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে। এর ফলে যারা মাঠে কৃষিকাজ করেন, তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন।
#russellsviperkhabar #russellviper #russellvipernews #russellviperbirth #russellvipernewstoday #russellviperinbangladesh #russellvipersnake #russellviperattack