ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের বাণী সর্বত্র বিস্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টার সাথে আপনারা ও সঙ্গী হোন। আমাদের Channel Subscribe, Like ,Comment ও Share এর মাধ্যমে সর্বত্র বিস্তারের জন্য সহযোগিতা করুন।
ইসলাম প্রচারকের মর্যাদা পবিত্র কোরআনে ইসলাম প্রচারের দায়িত্ব পালনকারী মোমিনকেই সর্বোত্তম বলে ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম, যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো মুসলিমদের একজন।’
ইসলাম প্রচারের পুরস্কার সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ শুধু দায়িত্বই নয়, বরং এর জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থাও। এরশাদ হচ্ছে, ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের পথনির্দেশ করে, সে ঠিক ততটাই বিনিময় পায়, যতটা বিনিময় ওই কাজ সম্পাদনকারী নিজে পেয়ে থাকে।’ (মুসলিম : ৫০০৭)।