রাগ প্রভাতী🌿🌿🌿
পরিচয়: রে ধা কোমল বাকী সব শুদ্ধ স্বর ব্যবহৃত হয়। রে ও ধ এর ব্যবহার শিখে নেয়ার মত একটি বিষয়। ঠাট:ভৈরব। জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
আরোহ: সা রে গ ম প ধ নি সাঁ/
সা গ ম ধ নি সাঁ।
অবরোহ: সাঁ নি ধ প ম গ রে সা ।
চলন: গ ম ধ ধ প গ ম রে রে সা
পকড়: সা গ ম প ধ ধ প, ম গ ম রে সা।
বাদী: ধ।
সমবাদী: রে।
অঙ্গ: উত্তরাঙ্গ ।
প্রকৃতি: শান্ত, গম্ভীর।
ন্যাস স্বর: রে, ম, প ও ধ।
সময়:দিবা প্রথম প্রহর
(সাধারণত: সকাল ৫-৮ টা)।