আজ আমরা এমন একজন নবীর কথা বলব, যাকে বলা হয় খাতীবুল আম্বিয়া – নবীদের বক্তা। নবী বলতেই আমরা এমন মানুষদের বোঝাই যারা শুধু আল্লাহ্র কাছ থেকে বানিই পান নি, বরং সে বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য পর্যাপ্ত দক্ষতাও রাখেন। তাহলে আজ যে নবীকে নিয়ে আমরা আলোচনা করব, তাঁর বাচনভঙ্গি কতটা সুন্দর ও স্বচ্ছ ছিল যে তাঁকে খাতীবুল আম্বিয়া খেতাব দেয়া হলো?