রাশিয়া কি পতনের মুখে দাঁড়িয়ে আছে ?? রাশিয়ার পতন হলে কি ঘটবে?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
গত শতকে দুইবার রুশ সাম্রাজ্যের পতন দেখেছে বিশ্ব। এর কারণ হিসেবে রয়েছে বিভিন্ন অভ্যন্তরীণ সহিংসতা, বিপ্লব এবং খরা ও দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বহির্শত্রুর বিরুদ্ধে যুদ্ধের মতো ঘটনা। তবে ১৯১৭ ও ১৯৯১ সালে ওই ভাঙ্গনের পর দু'বারই আবার বিশ্ব মানচিত্রে মাথা উচু করে দাঁড়িয়েছে রাশিয়া।
একবিংশ শতকে এসে ইউক্রেইনে রুশ আগ্রাসনের জেরে কাগজে কলমে আরো এক দফা সম্ভাব্য ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আছে দেশটি।
কিন্তু সেই আশংকা সত্যি হলে বিশ্বরাজনীতিতে তার পরিণতি কেমন হবে? গত দু'বারের ভাঙ্গন থেকে এ বিষয়ে কি কোনো ধারণা পাওয়া সম্ভব?
▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]