খামারে পালন উপযোগী উন্নত জাতের পাঁঠা ছাগল পাওয়া যায় এনায়েতপুর হাটে | Best Goat in Enaetpur Haat
সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি প্রসিদ্ধ হাট এনায়েতপুর হাট। হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার। এই হাটে পাওয়া যায় বিভিন্ন বয়সের উন্নতজাতের পাঁঠা, খাসী ছাগল এবং ভেড়া গাড়ল। হাট পরিক্রমায় আজ আপনাদের দেখাব এনায়েত হাটে কি কি প্রজাতির ছাগলের আমদানি হয় এবং উন্নত জাতের ছাগলের দরদাম।
আপনাদের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717821712 নম্বরে।