MENU

Fun & Interesting

ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাঃ | সাহাবীদের জীবনী

Islamic Video Bangla 7,372 4 weeks ago
Video Not Working? Fix It Now

ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাঃ | সাহাবীদের জীবনী ......................... নাম আবু আবদুল্লাহ বেলাল। পিতার নাম রাবাহ, মাতা হামামাহ। বেলাল ছিলেন হাবশী বংশোদ্ভূত ক্রীতদাস। পূর্বপুরুষের ঠিকানা আবিসিনিয়ায় হলেও তাঁর জন্ম মক্কাতেই। বনু জুমাহ গোত্রের গোত্রপ্রধান উমাইয়া ইবনে খালফ ছিল তাঁর মনিব। হাবশী দাস হিসাবে তাঁর বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিণ্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখন হযরত বেলালের হৃদয় উদ্ভাসিত হয়েছিল সত্যের আলোয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালের সম্পূর্ণ জীবন দেখুন এই ভিডিওতে।

Comment