আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে - সাজ্জাদ হোসেন আরমান ।। মাইজভান্ডারী কালাম ।। Vandari Song
** আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে **
কথা ও সুরঃ শাহসূফী আব্দুল বারী আল মাইজভাণ্ডারী
শিল্পীঃ সাজ্জাদ হোসেন আরমান
আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে
দেখা হইলে জিজ্ঞাসিও তারে।।
(সই গো সই) আমার বাড়ীর উপর দিয়া,মোহন বাঁশি যায় বাজাইয়া
সদা বন্ধু আসা যাওয়া করে
ডাকিলে সেই কয়না কথা লুকাইয়া রাখে মাথা গো
আমার সনে শব্দ নাহি করে।।
(সই গো সই) কত ছিল ভালবাসা,প্রোণে প্রোণে মেলামেশা
কত যত্নে রেখে ছিলো মোরে
কই গেল সেই ভালবাসা,আমারে করে নৈরাশা গো আমি বন্ধু হারা হইলাম সংসারে।।
(সই গো সই) আমার বন্ধু যদি বাসে ভিন,অভাগিনী বাঁচবে কয়দিন দীন হীন সদায় চিন্তা করে
আব্দুল বারী বিনয় করি,কয় বন্ধুর চরণ ধরি গো দরদী কে আছে সংসারে।।
Tags:
---------
আমার, বন্ধু, কেন, ভিন্ন, বাসে, মোরে, সাজ্জাদ, হোসেন, আরমান, মাইজভান্ডারী, কালাম, Vandari, Song, আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে, সাজ্জাদ হোসেন আরমান, মাইজভান্ডারী কালাম, Vandari Song, ভান্ডারী গান, Sajjad Hosen Arman, Sajjad, Hosen, Arman, Maizvandari song, Sufi Song,