দুই নৌকায় পা দিয়ে চাষে লাভ সম্ভব না বললেন কৃষক কবিরুস সোবাহান। তিনি আম, ড্রাগন, পেয়ারা, মাল্টা, থাই আপেল কুল বা ভারত সুন্দরী কুল, বল সুন্দরী কুল চাষ করেন। যারা কৃষিকে ধ্যান জ্ঞান মনে করে কাজ করবে আল্লাহ সহায় থাকলে তারা নিশ্চিত লাভবান হবেন।