"অপেক্ষা"♥️আকাশ দ্বিতীয় বিয়ে করেছে মা, আমি এখন কি করবো,কোথায় যাবো,ছয় বছরের সংসার এক মুহূর্তে..
এভাবে কতক্ষন শুয়ে ছিলাম জানি না। আমার হুশ ফিরল যখন চারদিকে কালো আঁধার নেমে এসেছে । রাতে এখানে থাকা নিরাপদ না। আমি বাড়িতে ফিরে গেলাম। নতুন বৌকে পেয়ে আমার কথা বাড়ির সকলে ভুলে গিয়েছে। আমি যে এতক্ষণ বাড়িতে ছিলাম না তার দিকে কারোর নজর পড়েনি।
যে রুমে আগে আমি থাকতাম এখন সে রুম অন্য কারোর দখলে। এখন আর এই বাড়িতে আমার প্রয়োজন নেই। আমি গিয়ে দরজায় টোকা দিলাম । আকাশের স্ত্রী এসে দরজাটা খুলল । আকাশ আর এখন আমার না তাই আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মেয়েটি আসলেই অনেক সুন্দর।
তার সামনে আমি কিছুই না । সে আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বললাম, আপনাদের বিরক্ত করার জন্য মাফ করবেন। আসলে এতদিন এখানে আমি থাকতাম তাই আমার জিনিসপত্র এখানে আছে। যদি কিছু মনে না করেন তাহলে ওগুলো নিতে যেতাম।
সে বললো , ওহ আচ্ছা, সমস্যা নেই নিয়ে যেতে পারেন।
আমি এদিক ওদিক না তাকিয়ে সোজা আলমারির দরজা খুলে আমার সবকিছু গোছাতে শুরু করলাম। হঠাৎ উনি বলে উঠলেন, ক্ষমা করবেন আমাকে । আসলে আমার মতামতের বিরুদ্ধে আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছিল। তাই আমি আপনাকে মেনে নিতে পারিনি। আপনি চাইলে এই বাড়িতে থাকতে পারেন , আমার অসুবিধা নেই। আর খুব তাড়াতাড়ি আপনি ডিভোর্স পেপার পেয়ে যাবেন।
আমি তার কথা কর্ণপাত করলাম না । সব গোছানো শেষ হলে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাকে দয়া দেখানোর জন্য ধন্য