আনুশেহ আনাদিলের লালন চর্চা ও লালনের গান। অংশগ্রহণে: রব শাহ, আনুশেহ ও বুনো। উপস্থাপনা: সাইমন জাকারিয়া
ঢাকা শহরের আধুনিক ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আনুশেহ আনাদিল। বাংলা ব্যান্ড-এর শিল্পী হিসেবে তিনি লালনের গান গেয়ে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন। শুধু গান পরিবেশন নয়, বাউল-ফকিরদের সঙ্গে আনুশেহ আনাদিলের রয়েছে আত্মিক সম্পর্ক। এই অনুষ্ঠানের মাধ্যমে আনুশেহের ব্যতিক্রমী সেই পরিচয় এবং বাউল আব্দুর রব শাহের সাথে যৌথভাবে তাঁর গাওয়া ফকির লালন শাহের একটি গান তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানটি বানানী ডিওএইচএসে আনুশেহ আনাদিলের বাড়িতে ধারণ করা হয়েছিল ২০০৭ খ্রিষ্টাব্দে। সেই সময় অনুষ্ঠানটি বিপ্লব রহমানের পরিচালনায় এটিএন নিউজে প্রচারিত হয়েছিল।