MENU

Fun & Interesting

মুখোমুখি আবদুল লতিফ সিদ্দিকী

Video Not Working? Fix It Now

আবদুল লতিফ সিদ্দিকী- কয়েক দফা জাতীয় সংসদ সদস্য ছিলেন। একটা সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রীও ছিলেন। তবে চিন্তা-দর্শনের মতভিন্নতায় এক দশক আগে দলটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। রাজনীতি থেকেই দূরে সরে যান। তবে সবশেষ সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হন। এবার আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ঘোষণা দিয়েছেন, কোনো দলের সঙ্গে আর কখনো সম্পৃক্ত হবেন না। তবে এই সময়ের দেশ-রাজনীতি-সমাজ-ইতিহাস-সংবিধান নানা বিষয়ে আমাদের মুখোমুখি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী। বিষয়: মুখোমুখি আবদুল লতিফ সিদ্দিকী ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি সদ্য সাবেক এমপি এবং প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য: প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপডেট পেতে লাইক, ফলো দিতে পারেন ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে আমাদের ফেসবুক পেইজেও। দেখুন আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/@ThikanayKhaledMuhiuddin আপডেট পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/ThikanayKhaledMuhiuddin #আবদুললতিফসিদ্দিকী #ঠিকানায়খালেদমুহিউদ্দীন #খালেদমুহিউদ্দীন #ঠিকানা

Comment