আজহারী, জাকির নায়েক সহ কোন মওলানাই কথাগুলো জানেন না! নফস ও রূহের পার্থক্য! Baba Jahangir এর চ্যলেন্জ
আমিত্ব "পীরবাবা " শব্দটির নামই শুনতে পারে না। ঘৃণায় আমিত্বের অস্তিত্ব রি রি করে উঠে। আমিত্ব পীরবাবাকে ভন্ড, বাটপার বলতে ভাসবাসে। আমিত্ব ওহাবি দর্শনকে কোলে তুলে নেয়।
—বাবা জাহাঙ্গীর
যে মহাপুরুষ তোমাকে ক্ষমার বানী শোনায় সে মহাপুরুষ নামের কলঙ্ক।
—বাবা জাহাঙ্গীর
বিরহী প্রেমিক অচঞ্চল দৃষ্টিতে পরম প্রেমিকের মিলন বাসনায় উদগ্রীব। দুইয়ের আকাঙ্খিত মিলনে দুই নেয় তখন বিদায়। আত্মপ্রকাশ করে তৌহিদ। দুনিয়ার কুয়াশা ছুটে যায়। তাগুত তখন সম্পূর্ণ ভেঙে পড়ে। সৃষ্টি ও স্রষ্টা তখন একসূত্রে গাঁথা এবং সব কিছু আয়াতরূপে দৃশ্যমান হয়।
-বাবা জাহাঙ্গীর
স্রষ্টা এবং সৃষ্টির রহস্যে আবৃত প্রেমলীলার বিজ্ঞানময় মিলনের চরম আনন্দ আর আত্মসমর্পন হলো বহু ঊর্ধ্বের ইসলাম।
-বাবা জাহাঙ্গীর
আল্লাহ কখনোই অনুষ্ঠানকে প্রাধান্য দেন না। তিনি দেখেন তাকওয়া তথা মানবীয় ইচ্ছা।
-বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী
আজহারী, জাকির নায়েক সহ কোন মওলানাই কথাগুলো জানেন না! নফস ও রূহের পার্থক্য! Baba Jahangir এর চ্যলেন্জ গ্রহণ করুন....
#বাবানাহিদসামশেত্তাব্রীজ #বাবাবেদমওয়ারসী #বাবাজাহাঙ্গীর #babajahangir #marefat #marefatergopon kotha