গবাদিপশু পালনে লাভবান হওয়ার জন্য সঠিক সময়ে গরুর রোগ প্রতিরোধ করা অতীব জরুরী। সময়মতো গবাদিপশুকে টিকা দিতে না পারলে গরু পালনে লোকসান হতে পারে। তাছাড়া, ডেইরি খামারে কিছু নীরব জীবাণু আছে যা আমাদের খামারে ক্রমাগত লোকসান করে যাচ্ছে।
এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আডার হেলথ বাংলাদেশ ১৪তম অনলাইন আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। উক্ত আলোচনা সভায় কথা বলবেন ডা. মোঃ ফরহাদ হোসেন (পরিচালক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, ঢাকা) ও অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস (পটু���়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
#সময়ঃ ৬ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৮.০০ টা
#লাইভ_দেখবেনঃ www.youtube.com/c/UdderHealthBangladesh/