বাংলাদেশ ইসলামপন্থী রাজনীতির যে ধারা তাতে নতুন অনেক মাত্রা যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের পর। অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই ধারার সম্পর্ক নিয়ে আছে আলোচনা-সমালোচনা। হালে অনেক বেশি সক্রিয় আবার তৌহিদি জনতা। আগের রেজিমে নিপীড়িত ছিলেন, এমন দাবি তাদের। সবমিলিয়ে কোন পথে হাঁটছে দেশ?
বিষয়: মুখোমুখি মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি তাহরিকে খাতমে নুবুওয়্যাত, বাংলাদেশ- এর আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য:
প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপডেট পেতে লাইক, ফলো দিতে পারেন ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে আমাদের ফেসবুক পেজেও।
দেখুন আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুনঃ
https://www.youtube.com/@ThikanayKhaledMuhiuddin
আপডেট পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/ThikanayKhaledMuhiuddin
#এনায়েতুল্লাহআব্বাসী #ঠিকানায়খালেদমুহিউদ্দীন #খালেদমুহিউদ্দীন #ঠিকানা