আমাদের উত্তর ২৪ পরগনার মধ্যে কত রকমের যে শিল্প আছে তা আমরা অনেকেই জানিনা,, এইতো দত্তপুকুরে দেখে এলাম একটি কুটির শিল্প,প্রত্যেক মানুষের ঘরে ঘরে কাঁসা পিতলের বাসন তৈরি করার কারখানা, এখানে আমি প্রথমবার আসলাম এবং এই কাঁসা-পিতলের বাসন কিভাবে তৈরি করা হয় সেটাও আমার কাছে প্রথম দেখা,,
পুরো ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম,কারখানা থেকে শুরু করে,গোডাউন, এমনকি দোকান ঘর সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম,,
সব থেকে ইউনিক লেগেছে কিভাবে কাসার বাসনপত্র তৈরি হচ্ছে সেই জিনিসটি দেখা,, কি ধরনের মেশিন সেখানে ব্যবহার করা হয়, টেপ বাই স্টেপ কোন কাজটি আগে কোনটা পরে একদম ফিনিশিং টাচ আপ কেমন হয় সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম,,
অধিকাংশ মানুষের কাছেই এটা হয়তো প্রথম দেখা হতে পারে কারণ আমরা সাধারণত কেউ এই জিনিসটি দেখিনি,, কারখানাতে কাঁসার বাসন তৈরি হচ্ছে কাসার বাটি,কাঁসার গ্লাস তৈরি হচ্ছে,
এটাই একটা আনন্দ যে প্রথমবার এত সুন্দর জিনিস দেখতে পেলাম,, Duttapukur Kasari Village, Kasari village nar kolkata, kasa pitol market #kasaripara #kasamarket #kolkata #making