MENU

Fun & Interesting

মাত্র ৩০ দিনে ধনেপাতা চাষ করে খরচ বাদে বিঘা প্রতি ৩৫ হাজার টাকা লাভ।

Video Not Working? Fix It Now

ধনে চাষ মসলা জাতীয় ফসল হলেও এক সময় বছরের একটি নির্দিষ্ট সময় চাষ হতো কিন্তু বর্তমানে ধনেপাতা বাজারে ভালো চাহিদা থাকায় সারা বছর ধনেপাতা চাষ হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার চক চৌবেড়িয়া গ্রামের কৃষক অশোক সরকার সারা বছর ধরে কমবেশি ধনেপাতা চাষ করেন, কিন্তু বর্ষাকালে লাভ বেশি থাকায় গুরুত্ব দিয়ে বেশ কয়েক বিঘা জমিতে ধনেপাতা চাষ করেন। আজ কৃষক অশোক সরকারের ধনেপাতা চাষ পদ্ধতি আমরা কৃষি বার্তায় তুলে ধরবো। জমিতে বীজ বোনার ৩০ দিনের মধ্যেই ফসল তোলা যায়। বর্ষাকালে কৃষকরা ভালো দাম পেয়ে থাকেন। বিঘা প্রতি মাত্র ১৫ হাজার টাকা খরচ হয়,বিক্রি হয় কম করে ৫০ হাজার টাকা। ফলে এত কম সময়ে কৃষকরা ভালো টাকা রোজগার করতে পারেন স্বল্প মেয়াদী ফসল চাষ করে। তবে অতিরিক্ত বৃষ্টিতে চাষের সমস্যা দেখা দিতে পারে, সে ক্ষেত্রে জমিতে উঁচু ভাটি করে অথবা পলিথিন শেড করে চাষ করা যায় ধনেপাতা। জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হয়। বর্ষাকালে একটা জমিতে কম করে তিনবার চাষ করা যায় ধনেপাতা।

Comment