MENU

Fun & Interesting

প্রেম মানেই কি আঘাত আর কষ্ট ? একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি | Koushik Adhikari & Priya Ghosh

FOLK FOKIRI 3,217,487 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

গানের লিরিক্স -

ও সাথী একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি।।
বেঁচে আছি কি না মরে গেছি।
একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি।

ও সাথী ভুল বুঝে চলে গেছ, আমায় ফেলে একা,
কত দিন গত হল, পাই না তোমার দেখা।
সেই যে গেলে আর এলেনা, কি দোষ বল করেছি।।
একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি।

ও সাথী কি যে ব্যথা বুকের ভেতর, বোঝাবো কি করে,
এত শীঘ্রই বদলে গেছ, তুমি কি করে।
আমি তো যেমন ছিলাম তেমনই আছি
একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ।

ও সাথী মানুষের মন নিয়ে, ছিনিমিনি খেলনা,
এই মন ভেঙ্গে গেলে, জোড়াতো লাগেনা।
তোমার ছবি বুকের ভেতর, এঁকে রেখেছি।
একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি।

ও সাথী নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেম এর জেলখানায়,
তোমার কথা ভাবতে ভাবতে, সময় তো বয়ে যায়।
আমি আক্কাস দেওয়ান, তোমার পথ চেয়ে আছি।
একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি।

কথা ও সুর - বাউল আক্কাস দেওয়ান
কন্ঠ - কৌশিক অধিকারি ও প্রিয়া ঘোষ

_____________________________________________________________

Song : O Sathi Ekbar Ese Dekhe Jao Ami Koto Sukhe Achi
Lyricist & Composer : Baul Aakkas Dewan
Vocal : Priya Ghosh and Koushik Adhikary

ব্যবস্থাপনা | Organized - Bijoykrishna Lokoband
বিজয়কৃষ্ণ লোকব্যান্ড
SUSAMAY CHOWDHURI 9732562393 /
9064502576

অনুষ্ঠান | Program - MTL Sangha , Jayrampur Ghoshpara , Nadia


ধন্যবাদ জানাই FOLK FAKIRI ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য , অত্যন্ত ভালোবাসার সাথে আমাদের চ্যানেলের গান শোনার জন্য ।

Comment