MENU

Fun & Interesting

মৌমাছি চাষ করার জন্য, গাছের গর্ত থেকে মৌমাছি ধরার পদ্ধতি

K.M.Monoar Hossain 339,714 4 years ago
Video Not Working? Fix It Now

রাণী মৌমাছি ধরার পদ্ধতি। বর্তমান কৃষির সাথে মৌচাষ বা মৌমাছি চাষ একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান আধুনিক কৃষিতে মৌ পালন বা মৌচাষ আগের তুলনায়  বৃদ্ধি পাচ্ছে।মৌচাষ করে আপনি পেতে পারেন খাঁটি মধু ও আনতে পারেন নিজের অর্থনৈতিক স্বচ্ছলতা। তাই অনেক বেকার যুবক এবং কৃষকরা এই মৌ-পালন বা মৌমাছি চাষে আগ্রহ দেখাচ্ছে।  আজ আপনাদের জানাবো এবং দেখাবো কিভাবে মৌমাছি ধরতে হয় এবং চাষের জন্য বক্সের মধ্যে বন্দি করতে হয়। একটি চাকে একটি রানী মৌমাছি থাকে এবং এই রানী মৌমাছির নিয়ন্ত্রণে চলে ওই মৌচাকের মধু সংগ্রহ এবং সব কার্যক্রম তাই রানী মৌমাছি ধরতে পারলে মূলত মৌমাছি একটি বক্সের জন্যে ধরা হয়ে যায়। কারণ রানী মূলত তার চাকের সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে তাই মধু বাড়িতে এবং বক্সের মধ্যে উৎপাদন করতে হলে আগে রানী সংগ্রহ বা ধরে বক্সের মধ্যে রাখতে হবে।  আমাদের সাথে যোগাযোগ। facebook groups. https://web.facebook.com/groups/krish... facebook Page. https://web.facebook.com/Krishiporamosh Website. https://www.krishiporamosh.com মৌমাছি চাষ সম্পর্কে কোন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন সাহেদ মোবা-01634-459265।

Comment