যমজ সন্তান জন্মের পেছনে কিছু বিষয় রয়েছে। ডিম্বাণু ও শুক্রানুর বিষয় রয়েছে। এ ছাড়া মা বা নানী যদি পূর্বে যমজ সন্তান জন্ম দেয় সেক্ষেত্রে জমজ সন্তান হতে পারে। তাছাড়া চিকিৎসার মাধ্যমে নিঃসন্তান মায়েরা যখন গর্ভধারণ করেন তখনও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। জমজ বাচ্চা হবার লক্ষণ কি, যমজ হওয়ার কারণ কি এরকম প্রশ্ন অনেক প্রসূতিই করে থাকেন। বমি এবং ক্লান্তি গর্ভকালীন সাধারণ লক্ষণগুলোর মধ্যে অন্যতম। তবে গর্ভে যমজ সন্তান থাকলে তা আরও বেড়ে যায়। গর্ভে জমজ সন্তান আছে কি না, তা নিশ্চিতভাবে জানার উপায় হলো আলট্রাসাউন্ড স্ক্যান।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
🔴 Instagram: https://instagram.com/drsarakhi
নরমাল ডেলিভারিতে যমজ বাচ্চা প্রসবে বিবেচ্য বিষয় | নরমাল ডেলিভারির গল্প
#নরমালডেলিভারি #NormalDelivery #যমজবাচ্চা #drsarakhi