যাতনা_আমার#সানজিদা_ইসলাম_সূচনাগল্পের ১১ম অংশ শপিং শেষে একটা পার্কে এসেছে ইশান, তিথি, ইনায়া আর নিধি।
যাতনা_আমার
#সানজিদা_ইসলাম_সূচনা
গল্পের ১১ম অংশ
শপিং শেষে একটা পার্কে এসেছে ইশান, তিথি, ইনায়া আর নিধি। খুব শান্ত পরিবেশ, নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি। দুপুর হওয়ার দারুণ এখানে প্রায় জনমানসের দেখা নেই আপাতত। তিথি কিছু ছবি ক্লিক করে ইনায়ার দিকে ক্যামেরা ধরে।