(Vlog Date- October 2)
আমার অনেকদিন এর ইচ্ছে ছিল আপনাদের কিছু রেসিপি ভিডিও দেখাবো। ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হলো। এই ভিডিওতে আমি চট্টগ্রামের কিছু ঐতিহ্যবাহী খাবারের রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আর রেসিপি গুলো দেখিয়েছেন চট্টগ্রামের সুপরিচিত আব্দুল মান্নান বাবুর্চি। সত্যি বলতে সবগুলা খাবার আমার কাছে অনেক ভালো লেগেছে।এবং তার ব্যবহার ও আমার খুব পছন্দ হয়েছে। আপনার কোন অনুষ্ঠানের জন্য বাবুর্চি লাগলে উনার সাথে যোগাযোগ করতে পারেন।আর আমরা আজকে গিয়েছি একটি বিয়েতে যেখানে তাদের আয়োজন ছিল কালা ভুনা, শাহী খাসির কোরমা, পোলাও, জর্দা ভাত, বিয়ে বাড়ির বোরহানি, রূপচাঁদা মাছ, ফিস অনিয়ন, চিকেন ফ্রাই আরো অনেক কিছু। সব কয়টি খাবার ই মাশাল্লাহ অনেক ভালো ছিল। এই দরনের ভিডিও আমার চ্যানেলে প্রথম সুতরাং কিছু ভুলত্রুটি হলে অবশ্যই জানাবেন।ধন্যবাদ
উনার ফেইসবুকঃ
https://www.facebook.com/profile.php?id=100025204574194
Phone: 01818-141675, 01839-823219
যােগাযােগ: ৯১২, ডি.টি.রােড, ধনিয়ালা পাড়া ছােট মসজিদের গলি, চট্টগ্রাম।
My Facebook:
https://www.facebook.com/AllenVlogs-102303721229168/
Subscribe:
http://www.youtube.com/c/AllenVlogs
Watch my others Videos.Support me💜