গল্প-এ কেমন ভালোবাসা
কলমে-মাসুরা খাতুন
গল্পের ১ম অংশ
"স্বাধীন ভাইয়া প্লিজ আমার হাতটা ছাড়ো,খুব ব্যথা লাগছে তো,আমার হাতটা মনে হয় ভেঙেই যাবে''প্রচন্ড ব্যাথায় মুখ চোখ কুঁকড়ে নিয়ে বলল ছোঁয়া। তার হাত দুটো পেছনে বেঁকিয়ে স্বাধীন ধরে আছে।
"এটায় তোর প্রাপ্য, খুব ব্যথা লাগে না? লাগুক, মরে তো আর যাস না।কেন আসিস তুই আমার সামনে?"হাতদুটো আরো শক্ত করে ধরে বলে স্বাধীন।