MENU

Fun & Interesting

লেবাননের গৃহযুদ্ধ কিভাবে ধ্বংস করে দিয়েছে দেশটিকে | আদ্যোপান্ত | Lebanese Civil War

ADYOPANTO 501,561 2 years ago
Video Not Working? Fix It Now

কেন লেবাননে ১৫ বছরব্যাপী গৃহযুদ্ধ শুরু হয়েছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO ১৯৪২ সালে লেবাননের একটি বিতর্কিত সীমারেখে এঁকে দেশটির শাসনভার স্থানীয়দের হাতে ছেড়ে দিয়ে গিয়েছিল ফরাসীরা। এর পরপরই বৈরুতের শাসনভার আসলে কার হাতে থাকবে তা নিয়ে শুরু হলো সংঘাত। এই সংঘাত ১৯৭০ এর দশকের মাঝামাঝিতে এসে একেবারে চূড়ান্ত রূপ ধারণ করে, যখন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। সংখ্যালঘুরা অস্ত্র হাতে নেওয়ার পর দেশটি নিমজ্জিত হয় দীর্ঘ গৃহযুদ্ধে। দেশটির ক্রিস্টান, মুসলিম ও দ্রুজ (Druze) সম্প্রদায় একে অপরের সাথে রক্তের হোলি খেলায় নামে। সেকুলারপন্থী, কমিউনিস্ট, সংখ্যালঘু সম্প্রদায়, দুর্বৃত্ত আধা-সামরিক বা মিলিশিয়া বাহিনী ও যুদ্ধবাজরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যা পরবর্তীতে বিংশ শতাব্দীর সবচেয়ে বিভ্রান্তিকর যুদ্ধ হিসেবে ইতিহাসে ঠাঁই পায়। এই যুদ্ধে কে কার শত্রু বা কে কার মিত্র তা বোঝা বেশ কঠিন। কখনো দেখা যায়, মুসলিমদের সাথে খ্রিস্টানদের বিরোধ, আবার কখনো দেখা যায়, খ্রিস্টানদের সাথে মুসলিমদের আঁতাত। লেবাননের পার্শ্ববর্তী দেশ সিরিয়া ও ইসরাইল এবং দূরবর্তী দেশ ইরান ও ইরাক নিজ নিজ স্বার্থে দেশটিতে হামলা করেছে নয়তো প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ▶ Follow Me on Facebook: https://www.facebook.com/damahbub ▶ Follow Me on Instagram: https://www.instagram.com/da.mahbub 💻 যুক্ত হোন: ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]

Comment