দলিল খতিয়ানে জমি কম নকশায় জমি বেশি কোনটি সঠিক? | খতিয়ানের জমি বেশি নকশা জমি কম কোনটি সঠিক?
দলিল খতিয়ানে জমি কম নকশায় জমি বেশি তাহলে কোনটি সঠিক? করনীয় কি? দলিলের জোর বেশি নাকি খতিয়ানের জোর বেশি? দলিল খতিয়ান নকশা তিনটাই অতি গুরুত্বপূর্ণ জিনিস। তবে দলিল খতিয়ান হল জমির মালিকানা নির্ধারণ করে আর নকশা অনুযায়ী জমি ভোগ দখল করতে হয়। নকশায় জমি বেশি থাকলে সেটা দলিল অথবা খতিয়ান মূলে যারা মালিক তারাই ভোগ দখল করবে অন্য কেউ নয়। তবে জমি বেচা বিক্রি করতে হয় খতিয়ান অনুযায়ী। দলিল অনুযায়ী নয়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যে কোন প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
Channel creator and host: Noor Islam