বিজ্ঞানের বিস্ময়কর অগ্রযাত্রার ফলে, অস্তিত্বের সংকটে পড়েছে প্রচলিত ধর্মগুলো। ধর্মের সংকটে সাধারণ ধার্মিকদের চাইতে বেশি আশঙ্কিত ধর্মকে পুঁজি করে বেঁচে থাকা ধর্মব্যবসায়ীরা। বাংলাদেশে ইসলাম ধর্মকে সত্য প্রমাণ করার জন্য, ইসলাম ধর্মের কথিত সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য, নানা ধরনের লজিক্যাল ফ্যালাসি তথা কুযুক্তির আশ্রয় নিচ্ছে ধর্মব্যবসায়ীরা, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে ওয়াজ ব্যবসায়ীরা। এরকমই একজন পপুলিস্ট ধর্মব্যবসায়ী মিজানুর রহমান আজহারী। আজকের লাইভ প্রোগ্রামে আজহারীর মিথ্যাচার এবং কিছু লজিক্যাল ফ্যালাসী খণ্ডন করব, দেখাবো কিভাবে সে মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে।
#Mizanur_Rahman_Azhari #Logical_fallacies #Islam #Bangladesh #Asad_Noor