সৌদি খেজুরের বীজ থেকে মাত্র ৮ থেকে ১০ দিনে অঙ্কুরদগম।
কিভাবে মাত্র ১০ দিনে সৌদি খেজুরের বীজ থেকে অঙ্কুরদগম করবেন।
My Facebook Page Link : https://www.facebook.com/rajubanaz001
আসসালামু ওয়ালাইকুম । আমি (নাজ )একজন নারী উদ্যোক্তা সৌদি খেজুর বাগানের। আমি রংপুরের মিঠাপুকুরে সৌদি খেজুর চাষ করি। আমার খেজুর বাগানে 25 থেকে 30 জাতের খেজুর চাষ করা হয়। যেমন : আজওয়া, মরিয়ম, মেডজুল, আম্বার, বারহি, খালাস,মাবরুম, সুক্কারি, ডাব্বাস, সাফাওয়ি, সেফরি, সাগি, খুরমা, জাহদি ইত্যাদি জাতের খেজুর চাষ করা হয়।
আমরা সারা বাংলাদেশে সৌদি খেজুরের চারা সুলভ মূল্যে বিক্রয় করি। খেজুর চাষ সম্পর্কে আমরা পরামর্শ দিয়ে থাকি। তাই কোন দ্বিধা না করে আমাকে ফোন করবেন আমি পরামর্শ দিতে প্রস্তুত।
আমাদের বাগানে বীজের চারা, কলম চারা, অপসুট চারা পাওয়া যায় । আমরা অন্যান্যদের তুলনায় কম দামে কুরিয়ারের মাধ্যমে এবং বাগান থেকে সারাদেশে খেজুরের ভাল জাতের এবং মানের চারা বিক্রয় করে থাকি। আমাদের বাগানে আসার লোকেশন খুবই সহজ। যে কোন জেলা থেকে রংপুর জেলার বাসে উঠে মিঠাপুকুরে , নেমে গরের মাথা মেইন রোডের পাশেই আমাদের বাগানটি।
রংপুর সৌদি খেজুর বাগান
প্রো: নাজমিন নাহার ( নাজ )
গড়ের মাথা মিঠাপুকুর রংপুর ।
মোবাইল নাম্বার : 01786302384
মেইল : [email protected]
বাংলাদেশে অসংখ্য নারী আছেন, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, বা না করে ঘরে বসে আছেন , আর হতাশায় ভুগছেন । আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার মত আরো 10 জন নারী উদ্যোক্তার মতো ঘরে বসে না থেকে কোন কাজে সম্পৃক্ত হোন ।নিজেকে হতাশামুক্ত করুন ।দেশের বোঝা না হয়ে দেশ এবং পরিবারকে বাঁচান আর নিজে বাঁচুন।