দর্শক বন্ধুরা , সাফল্য কথা'র ২২৭ তম পর্বে আমরা করলার চাষ নিয়ে কথা বলেছি, রংপুর জেলার, মিঠাপুকুর উপজেলার, ময়েনপুর ইউনিয়নের একজন কৃষক মোঃ মোহসেন আলী ভাইয়ের সাথে। তিনি গত কয়েক বছর থেকে উন্নত জাতের করলা চাষ করে লাভবান হয়ে আসছেন। আজকে আমরা তার কাছ থেকে জানবো কৃষিতে করলা চাষের লাভ ক্ষতির হিসাব এবং করলা চাষের খটিনাটি বিষয়।
তো চলুন, বিস্তারিত ভিডিওতে দেখে নেই ...
Bitter Gourd Farming Methods
Safollo kotha Ep- 127
কৃষক মোঃ মোহসেন আলী
বাতাসন ময়েনপুর , মিঠাপুকুর, রংপুর ।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
উপস্থাপক- মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪
সাফল্য এগ্রো এন্ড সার্ভিস - অফিস - ০১৩০০১৯০১১৭
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।
ফেসবুক পেজ- https://www.facebook.com/safollo360/
ইমেইল- [email protected]
সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।