কম খরচে চীন ভ্রমণ | প্রথমবার চীন ভ্রমনের অভিজ্ঞতা | Dhaka to China 🇨🇳 by US Bangla Airlines
চায়না যেন পৃথিবীতে মঙ্গল গ্রহের একটি শাখা, প্রথমবার চায়না ভ্রমনে আপনার এমনটাই মনে হবে। নতুন কোন দেশে ভ্রমনের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি যা দরকার তা হলো ম্যাপ, কিন্তু দুঃখের বিষয় চায়নাতে গোগল ম্যাপ কাজ করেনা, এমনকি অ্যামেরিকান কোন প্রযুক্তি সেখানে কাজ করেনা। ফেসবুক, হোয়াটসেপ, মেসেঞ্জার ইত্যাদি কোন এপ্স কাজ করবেনা চায়নাতে। তাদের নিজেদের এপ্স ব্যাবহার করতে হয় যা আমরা অভ্যস্ত নই। পেমেন্টের ক্ষেত্রে মানি এক্সচেঞ্জ বা এটিএম থেকে টাকা তোলা খুবই কঠিন কাজ। নির্ধারিত কিছু ব্যাঙ্কে আপনি এই সেবা গুলো পাবেন, অন্যান্য দেশের মতো সব জায়গায় এই সেবা গুলো পাবেন না, ফলে পদে পদে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়েছে এই ভ্রমন সিরিজে।
সংক্ষিপ্ত ৮ দিনের চায়না ভ্রমন সিরিজে আমি চিনের গুয়াংঝু, বেইজিং, ঝাংজিয়াজি শহড় কভার করেছি। ঘুরে দেখেছি গুয়াংঝু সিটি, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি গ্রেট ওয়াল অফ চায়না, পৃথিবীর সব থেকে বড় গ্লাস ব্রিজ ইত্যাদি। অভিজ্ঞতা নিয়েছি পৃথিবীর সব থেকে দ্রুত গতীর বুলেট ট্রেনের।
এই সিরিজটি দেখলে খুব সহজেই আপনি আমার করা ভুল আর তথ্য গুলো নিয়ে একা একাই ঘুরে আসতে পারবেন এশিয়ার পরাশক্তি চীন থেকে। চনুল মূল ভিডিওতে ফিরে যাই।
#ChinaTour #Guangzhou #DhakatoChina #Travelwithalomgir
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমার ফেসবুক পেইজ লিঙ্কঃ www.facebook.com/travelwithalomgir
আমার ইন্সটাগ্রাম লিঙ্কঃ www.instagram.com/travelwithalomgir
ইমেইলঃ [email protected]