২০০৯ সালের ২রা মার্চ সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির কাজ ছিলো বিডিআরে সংঘটিত নারকীয় হত্যাকান্ড, অস্ত্রাগার লুট, অগ্নি সংযোগ, মালামাল লুটপাট, মারধর ইত্যাদির ওপর তদন্ত করে সরকারের কাছে প্রতিবেদন তুলে ধরা। সাবেক সচিব আনিস উজ জামানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে মতবিরোধের কারনে ২০০৯ সালের এপ্রিলেই ব্রিগেডিয়ার জেনারেল হাসানকে সরিয়ে দেয়া হয়। কেনো তাকে সরিয়ে দেয়া হয়েছিলো আর তদন্ত রিপোর্টে কি ছিলো তা জানাতে আমরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরকে। চলুন তার থেকেই শুনি সেসময়কার সরকার ও আর্মির ভেতরের ইতিহাস।